ক্রীড়া ডেস্কঃ

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ১০ ম্যাচ পর টি-টোয়েন্টিতে ফিরলেন ফিফটির দেখা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে তিনি খেলেছেন বিধ্বংসী ইনিংস, মাত্র ২৬ বলেই ৬১ রান, মেরেছেন ৫টি চার ও ৫টি ছক্কা।
দুঃখজনকভাবে, এই দারুণ পারফরম্যান্সের পরও সাকিবের দল ম্যাচটি হেরে যায়।
এর আগে সাকিব সর্বশেষ ফিফটি করেছিলেন এ বছরের গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে, দুবাই ক্যাপিটালসের হয়ে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিরুদ্ধে।
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে মাত্র ২০ বলেই ফিফটি ছুঁলেন, যা তাঁর ক্যারিয়ারের যৌথ দ্রুততম ফিফটি। ইনিংসের স্ট্রাইক রেট ২৩৪.৬১, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০+ ইনিংসে তাঁর সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ২২২.৫৮, ৩১ বলের ইনিংসে রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে।
সাকিবের দল ৪ উইকেটে ২০৪ রান করলেও, কিউই ওপেনার টিম সাইফার্ট ৫৩ বলে অপরাজিত ১২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলায় দলের হার নির্ধারণ করেন। সাকিব বল হাতে ২ ওভারে দিয়েছেন ৩২ রান।
সূত্রঃ প্রথম আলো
